আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ ‘পুরো প্রজন্ম’ স্থায়ী হতে পারে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে গাজায় চলমান যুদ্ধ ‘পুরো প্রজন্ম’ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরাইলি মন্ত্রী।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু সরকারের একজন সিনিয়র সদস্য বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ ‘১০ বছর বা এমনকি একটি পুরো প্রজন্ম’ স্থায়ী হতে পারে।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ উচ্ছেদ হওয়া দক্ষিণ ইসরাইলি সম্প্রদায়ের সাথে বৈঠকের সময় টাইমস অফ ইসরাইল জানিয়েছে যে- ‘হুমকি সম্পূর্ণভাবে অপসারণ’ করতে সময় লাগবে, যদিও তিনি গ্রীষ্মের মধ্যে ‘মোটামুটি নিরাপত্তা’ দেখতে পাবেন বলে আশা করেন।

গ্যান্টজ ইসরাইলি বাসিন্দাদের আরো বলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনা ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার চেয়ে অগ্রাধিকার পাবে।

এদিকে আটটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএতে তাদের অনুদান স্থগিত করেছে।

এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

আরো দুটি দেশ বলেছে যে তারা ইউএনআরডব্লিউএকে পর্যালোচনা করছে। তারা হলো- আয়ারল্যান্ড ও নরওয়ে।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসঙ্ঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।

ইউএনআরডব্লিউএ একটি সামাজিক মাধ্যম পোস্টে বলেছে, ‘২০ লাখ মানুষ তাদের সাহায্যের ওপর নির্ভরশীল।’
সূত্র : আল-জাজিরা