ক্রাসনি লিমান এলাকায় দুই ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন রুশ বাহিনীর মুখপাত্র আলেকজান্ডার স্যাভচুক।
তিনি জানান, ক্রাসনি লিমান এলাকায় চলমান যুদ্ধে অন্তত ২৭০ সেনাকে পরাজিত করেছে রাশিয়া এবং তারা শত্রুপক্ষের ১৪০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
অপর দিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ইরানের তৈরি অন্তত ২৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অবকঠামোগুলো।
ওই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্চিন্ন হয়েছে পড়েছেন। তাছাড়া দু’টি খনিও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।