গাজায় গত চার মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরাইলের আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় এই চলমান হামলায় ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ১৪৮ জন।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেলের মধ্যে আরো ১১২ ফিলিস্তিনি নিহত এবং ১৪৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বলেছে যে- ইসরাইলি এ চলমান আগ্রাসনে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন জনসংখ্যার ৭৫ শতাংশ বাস্তুচ্যুত এবং খাদ্য, পানি, ওষুধের সঙ্কটের সম্মুখীন।
সংস্থাঠি আরো বলেছে, জাতিসঙ্ঘের শিশু তহবিল (ইউনিসেফ) অনুমান করেছে যে- গাজার প্রায় ১ দশমিক ২ মিলিয়ন শিশুর এখন মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন।
এদিকে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে ১৭ হাজার শিশু সঙ্গীহীন বা সংঘাতের সময় তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৬ হাজার ২৮৭ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯।
সূত্র : আল-জাজিরা