জাতীয়

রিমান্ড শেষে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আসামিদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৯টার দিকে জাবির মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হলের পাশে জঙ্গলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া এ ঘটনায় ছাত্রলীগ থেকে আসামিকে বহিষ্কার করা হয়।