দেশবার্তা

শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরে ১ জুন শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিন জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৬৮৭টি শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৯ হাজার ৫০৪টি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. মোঃ সিজানুর রহমান।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা, আরিফ হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.সাজিয়া নওরিনসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ সিভিল সার্জন জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৩টি পৌরসভাসহ জেলার ৫৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো। এ লক্ষে জেলায় মোট ১ হাজার ৩৬২টি টিকাদান কেন্দ্রে ২৩৯ জন স্বাস্থ্য সহকারী, ২১১ জন এফডবিøউএ, ১৬৫ জন সিএসসিপি এবং ২ হাজার ১০৯ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ৭২৪ জন কর্মী কাজ করবে।