পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষে হয়েছে গতকাল। এদিকে আজ থেকে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। যা চলবে ১৪ জুন পর্যন্ত।
আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। টানা পাঁচ দিন দেওয়া হয় আগাম টিকিট। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।