ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আর্মেনিয়া। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এই স্বীকৃতি দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে বলেছে যে, তারা গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চেয়েছিল। একই সঙ্গে এই তিন দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার আর্মেনিয়া জানায়, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানায়। এ ছাড়া দ্বিরাষ্ট্র সমাধানেও তাদের সমর্থন রয়েছে।