জাতীয়

রাজধানীতে রেললাইন অবরোধ করলেন কোটাবিরোধীরা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে রেললাইন অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজ সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কোটাবিরোধীরা।

এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির সংবাদমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইন অবরোধ করা হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রাজধানীর শাহবাগ, বাংলামোটর, চাঁনখারপুল মোড়, ঢাকা মেডিকেল মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টানের মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এতে প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।