আইন ও আদালত

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গানটি ইউটিউব থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ এ সংক্রান্ত গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন।

আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন।

এবারের কোরবানি ঈদের সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছে ‘নানা নাতি’। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা যায় আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেলকে।

সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ পান গানটির স্রষ্টা আলী হাসান। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’!

এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।