দেশবার্তা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন

পিরোজপুর প্রতিনিধি:-আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি. পিরোজপুরের হুলারহাট শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। রূপালী ব্যাংক পিএলসি. বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ ফিতা এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি. খুলনা বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, উপমহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ হুমায়ুন কবির,
এবং সহকারী মহাব্যবস্থাপক নাসিমা আক্তার।
দুপুরে শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শাখার অর্ধশতাধিক গ্রাহকের উপস্থিতিতে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় মভার আয়োজন করা হয়।
শাখার Dedicated Customer Awareness Officer আবু সাঈদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শাখা ব্যবস্থাপক বলেন, “ব্যাংকিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত সকল কাজ এখন হাতের মুঠোয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের আর্থিক খাত ডিজিটালাইজেশনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পথে আমরা যেমন বিভিন্ন প্রযুক্তি ও আর্থিক সেবার দিকে ধাবিত হচ্ছি তেমনি বিভিন্ন ধরণের ঝুঁকিরও সম্মুখীন হচ্ছি। এসব ঝুঁকি প্রশমনের জন্য আমাদের সকলকে সতর্কতার সাথে লেনদেন করতে হবে।”
আর্থিক সংবেদনশীল তথ্যের গোপনীয়তা রক্ষায় গ্রাহকদের করনীয় বিষয়ে তিনি নানা দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাহকদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পিন,ওটিপি সহ গোপন নাম্বার কারো সাথে শেয়ার না করার জন্য পরামর্শ দেন। তাছাড়া প্রবাসীদের পরিবারের সদস্যদের বৈধ পথে রেমিট্যান্স আনয়নের জন্য তিনি অনুরোধ করেন।
তিনি আরও বলেন, “গ্রাহকরা ব্যাংকের প্রাণ। বাংলাদেশ ব্যাংকের এমন সময়োচিত কর্মসূচি গ্রহণ ব্যাংকার ও গ্রাহকদের সম্পর্ক আরও মজবুত করবে। গ্রাহকরা সচেতন হলে ব্যাংকে অনিয়ম ও ভুলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং ব্যাংকিং ব্যবস্থা সুশৃঙ্খল থাকবে।”
এছাড়া আরও বক্তব্য রাখেন শাখার ২য় কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং ঋন কর্মকর্তা মোঃ মারুফ হাসান। তারা তাদের বক্তব্যে ব্যাংকে আমানতকারীদের দায়দায়িত্ব, ঋণগ্রহীতার দায়দায়িত্ব, ঋনের জামিনদারের দায়দায়িত্ব,এজেন্ট ব্যাংকিং এ লেনদেনের ক্ষেত্রে করনীয় সম্পর্কে গ্রাহকদের নানা পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে গ্রাহক সচেতনতামূলক বেশ কয়েকটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) উদ্যোগে রূপালী ব্যাংক পিএলসি. হুলারহাট শাখা কর্তৃক
আয়োজিত গ্রাহক সচেতনতা সপ্তাহের এ কার্যক্রম আগামী ১৮ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে।