জাতীয়

অসহযোগের সমর্থনে রাজধানীতে রিকশাচালকদের অভিনব মিছিল

শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে পাঁচ শতাধিক রিকশাচালক। রোববার পৌনে ১২টার দিকে বিভিন্ন স্লোগানে রাজধানীর গুলিস্থান থেকে শুরু হয় মিছিলটি। পরে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন তারা।

তাদের মিছিলে বেশ কিছু যাত্রীও উঠতে দেখা যায়, তারাও রিকশাচালকদের সাথে একই স্লোগান দিতে থাকেন।

কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থী, শিশু-কিশোরসহ বহু মানুষের হতাহতের ঘটনায় শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

এই কর্মসূচির সমর্থনে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদসহ নানা পেশার মানুষ এতে যোগ দিয়েছেন। ইতোমধ্যে প্রেসক্লাবের রাস্তা পরিপূর্ণ হয়ে হাইকোর্ট মোড়ে গিয়ে ঠেকেছে। আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। এছাড়া উত্তরা, বাড্ডা, রামপুরা, সাইন্সল্যাবসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।