অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কেউ অন্য দেশের আদেশ মান্য করেছে না বলে জানালেন এ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে আছে কি না, এমন প্রশ্নের জবাবে হয় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘বাইরের কারও নিয়ন্ত্রণে নেই। যে কাউন্সিল (উপদেষ্টা) এখন দায়িত্বে আছে আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকারের মতো একেবারে ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালন করে আমরা সরে যাব, এ হলো কথা।’
তৌহিদ হোসেন বলেন, ‘যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করতে পারি এর মধ্যে কেউ অন্য কারও জন্য বিড (আদেশ মান্য) করছে না। সবাই বাংলাদেশের জন্য বিড করছে। কেউ অন্য কোনো দেশের জন্য বিড করছে না। আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি। আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। তবে আমি যা দেখেছি, আমি মোটামুটি নিশ্চিত, কেউ কোনো দেশের হয়ে বিড করছে না ‘
অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতিক ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন।