জাতীয়

উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।আজ শনিবার ৬ নম্বর সেক্টর কুয়েত মৈত্রী হাসপাতালের কোনায় এ ঘটনা ঘটে।

হামলায় নবাব হাবিব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাহিদ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের ভর্তি করা হয়েছে। এছাড়াও সানি নামের আরও একজন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, দুপুরে কুয়েত মৈত্রী হাসপাতালে উল্টো পাশে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন হামজা নামের এক ছাত্রলীগ নেতা জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসা শুরু করলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গাড়িতে তুলে নিয়ে যায় সেনাবাহিনী।

আহত জাহিদের বন্ধু সায়েম জানায়, তারা কয়েকজন মিলে হাসপাতালের উল্টো পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হামজা নামের এক ছাত্রলীগ নেতা জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার পেটে অনেক বড় ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।