দেশবার্তা

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজনকে ঢাকায় আনা হচ্ছে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে আটক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবুসহ চার জনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। খবর পেয়ে তিনি ধোবাউড়া থানায় এসেছেন। এটা নিয়ে কাজ করছে পুলিশ।

আজ ভোরে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে কয়েকজন ধোবাউড়া সীমান্তে আসেন। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে ভারতে যাওয়ার পথে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমকে আটক করেন। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন। তবে এ সময় সাংবাদিকদের ক্যামেরায় ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেয়নি পুলিশ।

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী-মেয়েসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার এজাহারে শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়, এতে মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।