জাতীয়

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১১৮৬, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৯, ঢাকা বিভাগে ১৩৩, বরিশালে ৯৬, চট্টগ্রামে ২০৯, খুলনায় ১৫২, রাজশাহীতে ৪১, ময়মনসিংহে ৩২, রংপুরে ২১ ও সিলেট ৫।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২১৫ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।