দেশবার্তা

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ
বাগেরহাটে জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক
সাধারন সম্পাদক নূরে আলম তানু ভূইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত
আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে  বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বিক্ষোভ সমাবেশে
প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বহী কমিটির তথ্য
বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী
কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান,
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির
সদস্য সচবি মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা
করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নেছার উদ্দিন সফি। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন
সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান,বিনপি নেতা মাহবুবুর রহমান টুটুল,  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খাদেম
নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির
আহম্মেদ মালেক, অধ্যাপক হাদিউজ্জামান হিরো,

নিহত তানু ভ’ইয়ার সহধর্মিনী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম
সেলিম ভুইয়া প্রমূখ।
সমাবেশে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভূইয়া, ছাত্রদল
নেতা এমাদুল, সাব্বির ও বিএনপি নেতা সজীব তরফদা সহ আওয়ামী ফ্যাসিস্ট
সরকারের গত ১৭ বছরে আওয়ামী খুনিদের দ্রুত ফাঁসির দাবী জানানোর পাশাপাশি
বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার
আন্দোলনকে নস্যাৎ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র করছে এবং খুনি শেখ হাসিনার
দোসরদের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত
আন্দোলন চালিয়ে রাজপথে থাকার আহবান জানান সমাবেশের  প্রধান অতিথি আজিজুল বারি
হেলাল।সমাবেশ শেষে শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।