বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটে আদলতে সদ্য নিয়োগকৃত পিপি, জিপি প্রতিনিধিরা জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল দশটায় জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু ও সদস্য সচিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে পিপি, জিপিরা জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সদ্য নিয়োগ পাওয়া পিপি ও জিপিদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় যুগ্ম জেলা ও দায়রা জজ (২) খুরশীদ আলম,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণি আদালতের অন্যান্য বিচারক ,পিপি এডভোকেট মাহবুব মোর্শেদ লালন,জিপি এডভোকেট আলহাজ্ব মহাসিন আলী, নারী ও শিশু আদালতের পিপি হাওলাদার আঃ মান্নান এম,এ ওয়াদুদ মুক্ত, সহ সকল সহকারী পিপি ও জিপিরা উপস্থিত ছিলেন ।জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আদালতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিকালে জেলা প্রশাসকের সাথে সদ্য নিয়োগ পাওয়া পিপি ও জি পিরা সৌজন্য সাক্ষাৎ করেন।
Related Articles
তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর
বান্দরবান জেলার তমব্রু সীমান্তে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত এবং র্যাবের একজন কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, র্যাব ও ডিজিএফআইয়ের […]
শেখ হাসিনা প্রয়োজনে আরও ১০ বছর ক্ষমতায় থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, থাকবে। কিন্ত আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির […]
তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করলেই জাতির স্বপ্ন সত্যি করতে পারব : ড. ইউনূস
মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) নেতারা। এ সময় তিনি এ কথা বলেন। আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে উল্লেখ করেন, দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন। এ সময় প্রধান উপদেষ্টা তাদের […]