Uncategorized

মিয়ানমারে বিমান হামলা, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ সীমান্তের ওপারে মিয়ানমার অংশে বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে গুলি ও মর্টারশেলের উচ্চ শব্দ টেকনাফ থেকে শোনা যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন নাফ নদ সীমান্ত এলাকার মানুষ।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত বিমান হামলা ও মর্টারশেল নিক্ষেপের শব্দ পাওয়া যায়। কিছুদিন বন্ধ থাকার পর আবার জান্তা সরকারের বিমান হামলায় থেমে থেমে কেঁপে উঠছে টেকনাফ সীমান্তের বাড়িঘর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির জান্তা সরকার ও আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলমান। এই যুদ্ধের কারণে টেকনাফ সীমান্ত এলাকার হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সাবরাং, শাহপরীর দ্বীপ সীমান্তে বিমান ও মর্টার হামলার শব্দে কেঁপে ওঠে বাড়িঘর।

পৌরসভার জালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. ইসলাম বলেন, ‘মিয়ানমারে চলমান যুদ্ধে এমন শব্দ কোনো দিন শুনিনি। মনে হয়, বাংলাদেশে সীমান্তে এসে পড়ছে। তবুও বাড়ি যেভাবে কেঁপে উঠল, তা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এতে ছোট ছেলে-মেয়েরা ভয়ে কেঁপে ওঠে।’

সাবরাং এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, ‘কিছুদিন মিয়ানমারে যুদ্ধ বন্ধ থাকলেও রাত থেকে আবারও গুলি ও মর্টারশেলের শব্দে আতঙ্কে রয়েছি। গত এক বছর ধরে চলছে এই যুদ্ধ, আল্লাহ জানে এই যুদ্ধ কবে শেষ হবে।’

শাহপরীর দ্বীপ সীমান্তে বসবাসকারী জাকরিয়া বলেন, ‘নাফ নদের ওপর দিয়ে বিমান দিয়ে হামলা চালাতে দেখা গেছে। যুদ্ধের কারণে আমাদের মসজিদ ও কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সীমান্তে মাঝেমধ্যে গুলি এসে পড়ে এবং শব্দের জন্য লোকজন আতঙ্কে রয়েছে। নিজেদের সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়েছে।’

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, চলমান সংঘাতের কারণে যাতে নতুন করে সীমান্তে ও নাফ নদ দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে নিয়মিত টহল রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় প্রস্তুত।