Uncategorized

বকেয়া বেতনের দাবিতে আজও সড়কে বেক্সিমকোর শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো আজও সড়কে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে তারা গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

তারা আরও জানায়, মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতে তারা অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো আজ সকাল থেকে পুনরায় চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করেন।

অপরদিকে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে কারখানার সামনে বাসচাপায় তাদের কারখানার ৩ শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। তাদের কেউ কেউ ব্যাটারিচালিত রিকশায় করে যাতায়াত করছেন। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প হিসেবে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।.