আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর প্রথমবার ইউক্রেনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

 

গত ২৪ ফেব্র্রুয়ারি রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এই প্রথম দেশটির প্রতিরক্ষামন্ত্রীর ইউক্রেন সফরের খবর সামনে এলো।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শোইগুর ওই সফরের একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে তাকে গাঢ় সবুজ সামরিক পোশাকে একটি হেলিকপ্টার থেকে নামতে এবং তারপরে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে।

 

সফরকালে ‘শোইগু বর্তমান পরিস্থিতি এবং প্রধান অপারেশনাল এলাকায় রাশিয়ান সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে কমান্ডারদের কাছ থেকে রিপোর্ট শুনেছেন’ বলে জানা গেছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তিনি ‘বিশেষ সামরিক অভিযানে’ অবদান রাখায় সেনাদের আলাদা আলাদাভাবে পদক প্রদান করেছেন।