টেষ্ট সিরিজ আর টি-২০ সিরিজে ভরাডুবির পর এবার ওডিআই সিরিজে মাঠে নামবে মানসিক ভাবে পিছিয়ে থাকা টাইগার বাহিনী। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গায়নায় যখন প্রথম ওডিআই ম্যাচ খেলবে অধিনায়ক তামিম ইকবালের দল, তখন বাংলাদেশে কোরবানী ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ।
টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ এখন মানসিক ভাবে অনেকটাই পেছনে চলে গেছে। তারপরও এই নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। আজ ওডিআই সিরেজের আগে শেষ বার অনুশীলনে নামে বাংলাদেশ দল।
অনুশীলনে নামা বাংলাদেশ দলের টার্গেট-ই ছিল মানসিকতা পরিবর্তন করা। অধিনায়ক তামিম ইকবাল মিডিয়াকে বলেন,আসলে মানসিকতা বদলের কোন বিকল্প নেই। এটা ঠিক আমরা মানসিক ভাবে পেছনে চলে গেছি। দলের কাউকে এ বিষয়ে নতুন করে বোঝানোর কিছু আছে বলে আমি মনে করি না। আমরা ওডিআই ফরমেটে ভাল খেলি। আমরা আমাদের ধারা অবহ্যাত রাখতে ও মানকিতা ইতিবাচক করতে এই সিরিজে চেষ্ট করব।’