Common খেলাধুলা ফুটবল

নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

মাত্র কয়েক দিন আগে ফিফার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরোপ করে। দ্রুতই ফিফা এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আসন্ন অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল বিশ্বকাপ ভারতেই হচ্ছে। শুক্রবার মধ্য রাতে (বাংলাদেশ সময়) ফিফা কাউন্সিল থেকে পাঠানো এই ই-মেইলের মাধ্যমে ভারতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়। মেইলে উল্লেখ করা হয়, এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অব ফিফা কাউন্সিল।

ফিফার পক্ষথেকে এক ই-মেইল বার্তায়  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানানো হয়, এআইএফএফ -এর উপর নজর রাখবে ফিফা এবং এএফসি। এমনকি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতেও সাহায্য করবে তারা।

উল্লেখ্য, গেল ১৫ অগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এআইএফএফ –এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ১১ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হলো। ভারতীয় ফুটবলে যে অমানিশার অন্ধকার নেমে এসেছিল, সেটারও অবসান হলো।