Common Featured আইন ও আদালত দেশবার্তা

আদালত পরিদর্শণে গিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তি করলেন বিচারপতি ফাতেমা নজীব

গাজীপুরে আদালত পরিদর্শণে গিয়ে সোমবার গাজীপুর লিগ্যাল এইড অফিসে স্বামী-স্ত্রীর মধ্যে একটি বিরোধ আপোষ-মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব।

গাজীপুর লিগ্যাল এইড অফিসার (সহকারি জজ) সুমাইয়া রহমান জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকার এক গৃহবধু তার স্বামীর বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতন ও ভরনপোষণ না করার অভিযোগে এ বছরের ৪ সেপ্টেম্বর গাজীপুর লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টির আপোষ মিমাংসার উদ্দেশ্যে সোমবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে মিমাংসা সভার আয়োজন করা হয়। কিন্তু এদিন আদালত পরিদর্শণে আসেন বিচারপতি ফাতেমা নজীব। তিনি আয়োজিত ওই সভায় স্বামী-স্ত্রী ও তাদের স্বজনদের উপস্থিতিতে সাতটি শর্তে ওই বিরোধ নিষ্পত্তি করেন।

মিমাংসা সভায় মামলার বাদি ও বিবাদী আপোষ-মিমাংসার শর্ত মেনে স্বাক্ষীদের উপস্থিতিতে নিষ্পত্তি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় গাজীপুর লিগ্যাল এইড অফিসার সুমাইয়া রহমান, বাদি-বিবাদীর আইনজীবরা উপস্থিত ছিলেন।