যানবাহন, লঞ্চ-স্পিডবোর্ড বন্ধ থাকায় বিভাগীয় সমাবেশের একদিন আগে প্রায় ১০০ ট্রলারে চড়ে বরিশালে এসেছেন বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত ট্রলারগুলো বরিশালে পৌঁছায়।
চাঁদমারী ট্রলার ঘাট এলাকার বাসিন্দা সোহেল বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত থেকে কম করে হলেও ১০০ ট্রলারে বিএনপি নেতা-কর্মীরা বরিশালে এসেছে। এখানে লঞ্চও ভিড়েছে।
শুক্রবার সকালেই বরিশাল লঞ্চঘাট সংলগ্ন খেয়াঘাট, চরমোনাই. চাঁদমারী খেয়াঘাটসহ সকল খেয়াঘাট থেকেই নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তবে সংশ্লিষ্ট কেউ নৌকা চলাচল বন্ধের কারণ জানাতে পারেনি।
এদিকে, বরিশাল নগরীর প্রবেশপথ গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ করছি।’