বিশ্বকাপ ফুটবল ২০২২

ক্যামেরুন-সার্বিয়ার ড্রয়ে সমীকরণ সহজ হলো ব্রাজিলের

পরাজয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করে ক্যামেরুন ও সার্বিয়া। ব্রাজিলের কাছে সার্বিয়া হেরেছে ২-০ গোলে আর সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুন হারে ১-০ গোলে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ক্যামেরুন ও সার্বিয়ার আজ সুযোগ ছিল জয়ে ফিরে শেষ ষোলোর লড়াইয়ের আশা জিয়েইয়ে রাখার। কিন্তু ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলেও কোনো দল জয় ছিনিয়ে নিতে পারেনি। ম্যাচটি দুলছিল পেন্ডুলামের মতো। প্রথমে গোল করে এগিয়ে যায় ক্যামেরুন। তারপর এগিয়ে যায় সার্বিয়া। ২ গোলে পিছিয়ে থেকেও খেলায় সমতায় ফেরে ক্যামেরুন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে। সোমবার কাতারের রাজধানী দোহার আল জানুস স্টেডিয়ামে ক্যামেরুন-সার্বিয়ার এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হলো ব্রাজিলের। এই ম্যাচ ড্র হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনেকটা সুবিধা হয়ে গেল নেইমারদের ব্রাজিলের জন্য। ২ ম্যাচে সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট সামন ১। ব্রাজিল পরের ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে।