পরাজয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করে ক্যামেরুন ও সার্বিয়া। ব্রাজিলের কাছে সার্বিয়া হেরেছে ২-০ গোলে আর সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুন হারে ১-০ গোলে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ক্যামেরুন ও সার্বিয়ার আজ সুযোগ ছিল জয়ে ফিরে শেষ ষোলোর লড়াইয়ের আশা জিয়েইয়ে রাখার। কিন্তু ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলেও কোনো দল জয় ছিনিয়ে নিতে পারেনি। ম্যাচটি দুলছিল পেন্ডুলামের মতো। প্রথমে গোল করে এগিয়ে যায় ক্যামেরুন। তারপর এগিয়ে যায় সার্বিয়া। ২ গোলে পিছিয়ে থেকেও খেলায় সমতায় ফেরে ক্যামেরুন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে। সোমবার কাতারের রাজধানী দোহার আল জানুস স্টেডিয়ামে ক্যামেরুন-সার্বিয়ার এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হলো ব্রাজিলের। এই ম্যাচ ড্র হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনেকটা সুবিধা হয়ে গেল নেইমারদের ব্রাজিলের জন্য। ২ ম্যাচে সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট সামন ১। ব্রাজিল পরের ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে।
Related Articles
কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো ফিফা বিশ্বকাপ-২০২২। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলো সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক এ ক্রীড়া প্রতিযোগিতার। রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে বিশ্বকাপ উপলক্ষে বিশ্ববাসীকে জমকালো একটি উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেয় কাতার। গ্রুপ-এ‘র দুই দলের ম্যাচটির মাধ্যমে মাঠে গড়াবে মাসব্যপী বিশ্বকাপের জমাট লড়াই। এই প্রথমবারের […]
আমাদের বিশ্বকাপ শুরু হলো: মেসি
সৌদির বিপক্ষে অঘটনের পর আলবিসেলেস্তেদের প্রয়োজন ছিল একটি জয়। সেটি এলো গ্রুপ ‘সি’ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচেই, মেক্সিকোর বিপক্ষেই। প্রথম ম্যাচে হারের পর বিশ্বকাপে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় থাকা আর্জেন্টিনা দারুণভাবে ঘুরে দাড়ালো। তাতে প্রাণ ফিরে পেয়েছে দলটি। অধিনায়ক লিওনেল মেসির ভাষায়, আসরটা যেন এই জয়ের মধ্য দিয়েই শুরু হলো আলবিসেলেস্তেদের। মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার জয়ের […]
ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ জাপান
কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের পঞ্চম ম্যাচে আজ মাঠে নামবে এবারের জায়ান্ট কিলার জাপান ও গতবারের রানারআপ ক্রোয়েশিয়া। কাতারের আল জানুব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ৯টায়। এবারের গ্রুপগুলোর মধ্যে গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ছিল গ্রুপ-ই। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে পেছনে ফেলে জাপান এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, গতবারের রানারআপ […]