বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়ে গেছে। রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে সকাল থেকেই রাজধানীর সড়ক ও পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পাহারা বসিয়েছেন।
সকাল ৭টা থেকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এছাড়া মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা সতর্ক অবস্থান করছেন।
মহানগর উত্তর ও দক্ষিণ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাগ ভাগ হয়ে বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে আছেন। কোথাও কোথাও মিছিল ও ছোট্ট ছোট্ট সমাবেশ করছেন তারা।
শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।
সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় প্যান্ডেল করে আওয়ামী লীগ নেতাদের সমাবেশ করতে দেখা গেছে।
উত্তরার বিভিন্ন স্পটে ছোট্ট ছোট্ট দলে নেতাকর্মীদের সড়কের পাশে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা গেছে।
এয়ারপোর্ট এলাকায় সড়কের পাশে বহু সংখ্যক নেতাকর্মীদের সমাবেশ করতে দেখা গেছে।
খিলক্ষেতে সড়কের পাশে ব্যানার নিয়ে থানা আওয়ামী লীগের নেতাদের জড়ো হতে দেখা গেছে।