জাতীয়

মেট্রোরেলে ভাড়া লাগবে না মুক্তিযোদ্ধাদের

মেট্রোরেলের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেই মাহেন্দ্রক্ষণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মেট্রোরেলে যাতায়াত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না।

এছাড়াও প্রধানমন্ত্রী জানিয়েছেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্যও নানা সুযোগ-সুবিধা থাকছে এই আধুনিক পরিবাহন সেবায়।

বুধবার সকালে দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বুধবার বেলা ১১টায় তিনি দিয়াবাড়ি খেলার মাঠে তৈরি উদ্বোধনী মঞ্চে আসেন এবং ফলক উন্মোচন করে এ বৈদ্যুতিক ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন।

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে, আরেকটি পালক সংযোজিত করতে পারলাম।’