দেশবার্তা

বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে পেঁয়াজের ক্ষেত নষ্টের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক (ওষুধ) দিয়ে প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের বোয়ালমারী থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা, আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার সাথে ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের পূর্ব শত্রুতা আছে।
আমির হোসেনের সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মোহনপুর মৌজার ফলিয়ার বিলের ১৮০ শতাংশ পেঁয়াজের জমি রয়েছে। পূর্ব শত্রুতার জেরে ৪ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় উল্লিখিত ব্যক্তিবর্গসহ ৮/৯ জন ঘাস মারা ওষুধ প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজ নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন। এতে আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমির হোসেন পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। তিনি আরো বলেন, বিবাদিগণদের সাথে পূর্বে মারামারির একটি মামলা বিচারাধীন। বিবাদিগণ উক্ত মামলাটি আগের দিন তুলে নিতে চাপ দেন। মামলা তুলে না নিলে খুন-জখমেরও হুমকি দেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম সোমবার দুপুরে বলেন, অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।