আন্তর্জাতিক

বাখমুত ‘আইনত’ রাশিয়ার নিয়ন্ত্রণে

রাশিয়ার প্রাইভেট সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনের বাখমুতের নিয়ন্ত্রণ (আইনগতভাবে) দাবি করেছে। কিন্তু কিয়েভ বলেছে, তাদের বাহিনী এখনও দেশের পূর্বদিকের শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সেখানে যুদ্ধকে ‘বিশেষত অগ্নিময়’ বলে বর্ণনা করেছে ইউক্রেন।

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সোমবার বলেন, ‘তার সৈন্যরা মাসব্যাপী বোমা বিধ্বস্ত শহরটিকে ঘিরে রেখেছে। তারা (সৈন্যরা) বাখমুতের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা উত্তোলন করেছে।’

তবে ইউক্রেনের সামরিক বাহিনীর নেতারা ওয়াগনারের দাবি নাকচ করে দিয়েছে। তারা বলছে, শত্রুরা (রুশ ও ওয়াগনার সেনা) বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শত্রুপক্ষের অন্তত ২০ বারের আক্রমণ প্রতিহত করা হয়েছে।

বাখমুত রক্ষার জন্য রোববার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয় সেনাদের প্রশংসা করেন।

ওয়াগনার প্রধান প্রিগোজিন তার প্রেস সার্ভিসের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি অডিও বার্তায় বলেছেন, ‘আইনগত দৃষ্টিকোণ থেকে, বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুপক্ষ পশ্চিম অংশে কেন্দ্রীভূত হয়েছে।’

বিগত মাসসমূহে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছিল রুশ বাহিনী। অন্যদিকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠায় কঠিন প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। সূত্র: আল জাজিরা