আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক ‘সমঝোতা’ মেনে নিতে পারে ইসরাইল

ইসরাইলের একজন সিনিয়র আইনপ্রণেতা বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচির কঠোর তত্ত্বাবধান করলে ইসরাইল তার প্রধান শত্রু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে পেতে পারে।

শনিবার সিনিয়র আইনপ্রণেতা এ মন্তব্য করেন।

রোববার তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইসরাইলের প্রধান মিত্র ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য তেহরানের সাথে আলোচনা করছে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলো চুক্তির পরিবর্তে একটি ‘সমঝোতা’ হিসেবে উল্লেখ করা হবে। যেগুলো মার্কিন কংগ্রেসের দ্বারা পর্যালোচনা করা হবে।

এ বিষয়ে ইসরাইলি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক প্রধান ইউলি এডেলস্টেইন মিট দ্য প্রেসকে দেয়া এক বক্তব্যে জানিয়েছেন, এটি একটি বিস্তৃত পরিসরের চুক্তি নয়, এটি একটি ছোট চুক্তি, একটি সমঝোতা স্মারক।

তিনি আরো বলেন, আমি মনে করি, যদি সত্যিকারের তত্ত্বাবধান থাকে তবে ইসরাইল রক্ষা পেতে পারে।

এদিকে গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার। ইসরাইলের আত্মরক্ষার জন্য ইরানের সাথে কোনো চুক্তি করতে দেশটিকে বাধ্য করবে না।
সূত্র : আনাদোলু