দেশবার্তা

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল নছিমন

ফরিদপুরের বোয়ালমারীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে পাটবোঝাই একটি নছিমন। এতে ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ভ্যাকুয়াম বক্স ফেটে যায়। পরে রাজবাড়ী থেকে অন্য একটি ইঞ্জিন গিয়ে চার ঘণ্টা পর ট্রেনটি সচল করা হয়। বিলম্ব হওয়ায় অনেকেই যাত্রা স্থগিত করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শী ভুলবাড়িয়া গ্রামের পান্নু মোল্যা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছুটছিল। সকাল ৮টার দিকে মাইটকুমরা এলাকায় পাটবোঝাই নছিমনটি রেললাইন পার হওয়ার সময় লাইনের ওপর ফেঁসে যায়। আর তখনই ট্রেনটি নছিমনকে ধাক্কা মারে। এ সময় নছিমনচালক লাফ দিয়ে সরে পড়তে সক্ষম হন। কড়া ব্রেক করায় ট্রেনটি অল্প কিছুদূর গিয়ে থামে।

বোয়ালমারী রেলস্টেশনের বুকিং সুপারভাইজার দেলোয়ার হোসেন বলেন, হঠাৎ ব্রেক করার কারণে ট্রেনের ভ্যাকুয়াম বক্স ফেটে যায়। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিটে বোয়ালমারী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনার কারণে শনিবার চার ঘণ্টা পরে দুপুর ১২টায় বোয়ালমারী ছাড়ে।