দেশবার্তা

মোংলায় পুলিশের অভিযানে ১২ ঘন্টার মধ্যে ভ্যান চালককে হত্যার আসামি গ্রেফতার

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ মোংলায় মারধরে নিহত ভ্যান চালক মো: আল আমিন (৩৫) হত্যা মামলায় অভিযুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে রাএে গোপালগঞ্জের সীমানা মোল্লারহাট থানায় এলাকা থেকে মোঃ হেলাল ভূইয়া (২৪) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় পৌর রাজ্জাক সড়কের মোঃ শহিদুল ভূইয়ার ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন এ তথ্য জানান।

মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে হেলাল ভূইয়াকে আটক করে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৬ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আল আমিন কে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যান চালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলেই মারা যায়।