বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হবে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।”
সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশি মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, মিয়ানমার তাদের বিজিপি ও সেনাসদস্যদের ফিরিয়ে নিয়ে সম্মত হয়েছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।”