আন্তর্জাতিক

আমি সব যুদ্ধ বন্ধ করে দেব: ট্রাম্প

বিশ্বে বর্তমানে চলা সব যুদ্ধ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আজ ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব।’

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। জয়ের ‘ম্যাজিক ফিগার’ ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোটের বেশি পেয়েছেন তিনি। বেসরকারিভাবে এখন পর্যন্ত ২৭৬টি ভোট পেয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্ধী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ভোট।

এদিকে, প্রেসিডেন্ট পদে জয়লাভ করায় ট্রাম্পকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা। সবার প্রথমে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন।’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এক্স এ দেওয়া পোস্টে মোদি বলেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও।